ইসির বিরুদ্ধে মামলা করবেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল-৪ (কালিহাতি) উপ-নির্বাচনে তার এবং স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখায় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মামলা করার এ সিদ্ধান্তের কথা জানান।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপীর দায়ে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। কিন্তু ইসির আপিল বিভাগ গতকাল রোববার এ দুই প্রার্থীর উপস্থিতিতে শুনানি করে মনোনয়নপত্র বাতিলের রায় বহাল রাখে।

এ বিষয়ে ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের বলেন, ‘টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার রায় বহাল রাখা হয়েছে।’



মন্তব্য চালু নেই