ইসিতে যাচ্ছে শত নাগরিক কমিটি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে বিশিষ্ট নাগরিকদের সংগঠন শত নাগরিক কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এতে নেতৃত্ব দেবেন।

শত নাগরিক কমিটির সদস্য সচিব ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার  বলেন, বিকেল সাড়ে ৩টায় শত নাগরিক কমিটি শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে শত নাগরিক কমিটিকে সময় দেয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদের এলিফ্যান্ট রোডের বাসায় ‘শত নাগরিক কমিটি’ বৈঠক করে। ওই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন ও সিটি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে  জানিয়েছিলেন কমিটির সদস্য সচিব ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার।

সূত্রে জানা যায়, শত নাগরিক কমিটি আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবে। একই সঙ্গে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচনের চলতি তফসিল আরও পেছানোর অনুরোধ জানাবে শত নাগরিক কমিটি।

কমিটি সূত্রে জানা যায়, অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে কমিটির সদস্য ডা. জাফরউল্লাহ চৌধুরী, ঢাবি শিক্ষক মাহবুব উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, বিএসএমএএউর সাবেক ভিসি অধ্যাপক ডা. আব্দুল মান্নান, সদস্য সচিব কবি আবদুল হাই শিকদারসহ অন্য সদস্যরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে যাবেন।



মন্তব্য চালু নেই