ইসলামে খেজুর খাওয়ার ফজিলত

সর্বোত্তম খাদ্য হলো খেজুর। খেজুর বিহীন বাড়ীর পরিবার যেন ক্ষুধার্ত পরিবার। খেজুর হলো জাদু ও বিষ প্রতিরোধক। মদীনার খেজুর হলো সবচেয়ে উত্তম খেজুর। বিশেষ করে সর্বোত্তম খেজুর হলো ‘আজওয়া খেজুর’। তাছাড়া আমাদের প্রতিদিনের নিয়মিত খাবারের সঙ্গে সঙ্গে খেজুর খাওয়া যেমন একদিকে সুন্নাত, অপর দিকে দৈনন্দিন জীবনের খাদ্য ঘাটতির চাহিদা পরিপূরক। হাদিসে এসেছে-হজরত সাদ ইবনে আবি ওক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। (বুখারি ও মুসলিম) সুতরাং পুষ্টিগুণে ভরপুর এবং হাদিসের নির্দেশনায় খেজুর মানুষের জন্য অনেক উপকারী। যাতে রয়েছে দুনিয়ার খাদ্য ঘাটতির উপকার এবং হাদিসের আমলে আখিরাতের কল্যাণ।



মন্তব্য চালু নেই