ইসলামী ব্যাংকের লক্ষ্য অটুট রাখা হবে: চেয়ারম্যান

ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা ও ইসলামী শরিআহর সকল বিধান ব্যাংক পরিচালনার ক্ষেত্রে কঠোরভাবে পরিপালন করা হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান।

তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা অটুট রাখা হবে এবং এ বিষয়টি গ্রাহক, শেয়ারহোল্ডার ও দেশবাসীকে পরিস্কারভাবে অবগত করতে চাই।’

রোববার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরাস্তু খান বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, আস্থা ও ভালবাসার কারণে ইসলামী ব্যাংক সফলতা লাভ করেছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত এই ব্যাংকের অভাবনীয় সাফল্য প্রমাণ করেছে শরীআহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি প্রচলন করা সম্ভব। ইসলামী ব্যাংকের আমানত গ্রহণ, অর্থায়ন সেবা ও বিনিয়োগসহ সকল কার্যক্রম শরীআহ মোতাবেক সুদবিহীন এবং লাভ ক্ষতির ভিত্তিতেই পরিচালিত হবে। নিরাপদ ও কল্যাণমুখী খাতে এ ব্যাংকের বিনিয়োগ আরো সম্প্রসারণ করা হবে।’

নতুন এ চেয়ারম্যান বলেন, ‘এ ব্যাংক শিক্ষা, স্বাস্থ্য খাত এবং আর্ত মানবতা ও দুঃস্থ জনগোষ্ঠীর সেবায় সিএসআর কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া গ্রাহকদের আমানত সংরক্ষণ এবং কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার প্রতি আরো বেশি মনযোগ দেয়া হবে।’

ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম এবং ঊর্ধ্বতন নির্বাহীগণ এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই