ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা

ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোট ত্যাগ করলেও জোটের একাংশের সঙ্গে বৈঠকে বসেছেন জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

এরআগে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে বৈঠকের বিষয়টি জানিয়েছিলেন।

মাওলানা আব্দুর রাকিব অ্যাডভোকেটের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একাংশের সঙ্গে বৈঠকটি চলছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশন থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন।

এ সময় নেজামী বলেন, ‘আমি ২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোটের বের হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি। এখন থেকে ২০ দলীয় জোটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ইসলামী ঐক্যজোট এখন থেকে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট ৩০০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান তিনি।

এরপর বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেন দলটির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রাকিব অ্যাডভোকেট।

এ সময় তিনি জানান, তার নেতৃত্বে ইসলামী ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে থাকবে।



মন্তব্য চালু নেই