ইসরাইলের পরমাণু কেন্দ্রে হামলার হুমকি হিজবুল্লাহর

দখলদার ইহুদিবাদী ইসরাইল সংযত হয়ে না চললে রকেট হামলা চালিয়ে তাদের ‘ডিমোনা’ বা পারমাণবিক চুল্লি ছিন্নভিন্ন করে দেয়ার হুমকি দিয়েছে প্রতিবেশি লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহ। এক টেলিভিশন ভাষণে এ হুমকি দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।

তিনি বলেন, ‘আমি শত্রুদের (ইসরাইল) হাইফায় তাদের অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক বন্ধ এবং ডিমোনার পারামাণবিক চুল্লি নিষ্ক্রিয় করার আহ্বান জানাই।’

হিজবুল্লাহ প্রধান বলেন, শত্রুরা ভালো করেই জানে এই পারমাণবিক চুল্লিতে আমাদের রকেট আঘাত হানলে কী ঘটবে।

তার মতে, ফিলিস্তিনসহ প্রতিবেশী মুসলিম দেশগুলোকে ভয় দেখানোর জন্য পারমাণবিক চুল্লি স্থাপন করলেও হিজবুল্লাহর হামলা চালিয়ে একে দখলদার-আগ্রাসী-অবরোধকারী ইসরাইলের নিজের জন্য হুমকিতে পরিণত করবে।

নাসরুল্লাহর দাবি, এই পারমাণবিক চুল্লিতে রকেট হামলা চালালে এটি পারমাণবিক বোমা বিস্ফোরণের মতোই ক্ষয়ক্ষতির জন্ম দেবে।

উল্লেখ্য, গত রোববার ইসরাইলের একটি আদালত হাইফায় ১২ হাজার টন অ্যামোনিয়া গ্যাসের ট্যাংকের মালিক ‘হাইফা কেমিক্যালস কোম্পানি’কে ১০ দিন এর কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

ট্যাংকটিতে থাকা অ্যামোনিয়া গ্যাস সার এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার করার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই