ইরানের সঙ্গে এবার কুয়েতের কূটনৈতিক সম্পর্কচ্ছেদ

সৌদি, বাহরাইন ও সুদানের পর এবার কুয়েত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে। কুয়েত ইরানে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার এই ঘোষণা দেয় কুয়েত। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক জোটের সদস্য বাহরাইন ও সুদানের পথ অনুসরণ করে কুয়েত এই ঘোষণা দেয়।

সৌদি শিয়া নেতা নিমর-আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে পেট্রোলবোমা হামলা চালায় ইরানি শিয়ারা। আর এই হামলার পরিপ্রেক্ষিতে সৌদি রোববার ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। পরে সৌদির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় বাহরাইন ও সুদান। আর আজ কুয়েত ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিল।

এদিকে আঞ্চলিক শান্তি বজায় রাখতে আমেরিকা, জাতিসংঘ ও তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশগুলোকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই