বাগদাদির ঘোষণা

ইরাক-সিরিয়া ছেড়ে বাংলাদেশ আসছে আইএস

ইরাক-সিরিয়া থেকে বেরিয়ে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে আসবে ইসলামিক স্টেট (আইএস)- এমন ঘোষণা দিয়েছেন আইএস-প্রধান বাগদাদি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘তার লোকজনকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি করছেন্’ অভিযোগে আইএস এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে জানান বাগদাদি।

আইএসের প্রধান বাগদাদির একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে শনিবার এই খবর দিয়েছে ভারতের একটি পত্রিকা।

ইন্টারনেটে বাগদাদির সদ্য প্রকাশিত ‘ব্ল্যাক ফ্ল্যাগ ফ্রম দ্য ইসলামিক স্টেটস’ শীর্ষক বইয়ে লেখা হয়েছে, ‘‘আইএসআইএস এবার ইরাক, সিরিয়া থেকে বাইরে বেরোবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর অফগানিস্তানে পা রাখবে। আইএসআইএস এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।’’

এর কারণ হিসেবে বাগদাদি লিখেছেন, ‘‘মুসলমানদের বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী মোদী এখন নিজের লোকদের তৈরি করছেন।”

বাগদাদির এই নতুন বই আসলে সন্ত্রাসের নতুন ম্যানিফেস্টো্- আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞদের এমন অভিমতের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, কীভাবে সন্ত্রাস ছড়ানো হবে গোটা বিশ্বে, কেন এই সন্ত্রাসবাদ প্রয়োজনীয়, তার নানা বাখ্যা দিয়েছেন বাগদাদি। একই সঙ্গে তিনি যুক্তি তুলে ধরেছেন আইএসের হত্যাযজ্ঞের সমর্থনে।



মন্তব্য চালু নেই