ইরাকে ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক ক্যাম্পে সেনা হত্যার ঘটনায় ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে তিকরিতের কাছে ক্যাম্প স্পেইচার নামে পরিচিত ওই সেনাক্যাম্পে ২০১৪ সালে চালানো হামলায় ১৭০০-এর বেশি সেনা নিহত হয়।

বিবিসি জানায়, হামলায় নিহত সেনাদের অধিকাংশই ছিল শিয়া মিলিশিয়া, যারা ওই অঞ্চলে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ওই হত্যাকাণ্ডের পর আইএসের ওয়েবসাইটে নিহতদের ছবি এবং ঘটনার ভিডিও আপলোড করা হয়।

এর এক বছর পর ইরাকের সেনারা ওই অঞ্চল পুনর্দখল করলে সেনাদের কবরের সন্ধান মেলে। পরে ইরাকের সেনারা ক্যাম্প স্পেইচারে একশর বেশি নিহতের মরদেহ পুনঃকবরস্থ করে।

ওই ঘটনার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় দায়ী এবং আটক থাকা ৩৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর সর্বশেষ গত মাসে বাগদাদে বোমা হামলায় ৩০০ জন নিহত হওয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএস জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেন।

ওই ঘোষণার পরপরই দেশটির বিচারমন্ত্রী হায়দার আল জামালি শিগগিরই আটক আইএস জঙ্গিদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে বাগদাদের নাসিরিয়ান জেলে এই ৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।



মন্তব্য চালু নেই