ইরাকে আইএসের শীর্ষ নেতা নিহত

ইরাকে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। আনবার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

নিহত আবু ওয়াহিব এর আগে ইরাকে আল-কায়েদার সদস্য ছিলেন। তিনি আনবার প্রদেশে আইএসের সামরিক প্রধান ছিলেন বলে জানিয়েছে পেন্টাগন। কম্পিউটার সায়েন্সের ছাত্র আবু ওয়াহিবের জন্ম ১৯৮৬ সালে। গত শুক্রবার বিমান হামলায় তার মৃত্যু হয়। এর আগেও কয়েকবার তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। তবে পরে এসব খবর ভুয়া বলে প্রমাণিত হয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, শুক্রবার আবু ওয়াহিব একটি গাড়িতে করে আনবার প্রদেশের রুতবা শহরে যাচ্ছিলেন। এ সময় মার্কিন বিমান হামলা চালালে ওয়াহিব ও আইএসের আরো তিন সদস্য নিহত হন।

পেন্টাগনের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরাক ও সিরিয়ায় এখন আইএসের নেতা হওয়া খুবই বিপজ্জনক।’



মন্তব্য চালু নেই