ইবি প্রক্টর মাহবুবুর রহমানের পদত্যাগ

নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মাহবুবুর রহমান প্রক্টর পদত্যাগ করলেন। ইবির নতুন প্রক্টর ড. লোকমান হাকিম ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ত ম লোকমান হাকিম। তিনি অধ্যাপক ড. মাহবুবর রহমানের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনে এক জরুরি সভায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকটি বিশ্বস্ত সূত্র এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্র সংসদের দীর্ঘ আন্দোলরে পর পদত্যাগ করেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। ২৪ আগস্ট ক্যাম্পাসে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের ১২নেতাকর্মী সহ ৪ পুলিশ সদস্য আহত হয়। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ১৫ দিনের বন্ধ ঘোষণা করে প্রশাসন। কিন্তু প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্র সংসদের ব্যানারে ছাত্রলীগের একাংশ, জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী ক্যাম্পাসে অনিদ্রিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। ক্যাম্পাস স্বাভাবিক করার জন্যই প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুবর রহমান। তিনি বলেন ‘ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থীর স্বার্থে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।’



মন্তব্য চালু নেই