সভাপতি ড. তোজাম্মেল, সম্পাদক ড. শাহীদ

ইবির জিয়া পরিষদের নির্বাচন সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সংগঠন জিয়া পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

গতকাল বুধবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে তা দুপুর ১২টায় শেষ হয়। ভোট গণনা শেষে দুপুর দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আ খ ম ওয়ালিউল্লাহ। নির্বাচনে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ৪৭ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ৪৯ ভোট নিয়ে সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া পূনঃনির্বাচিত হয়েছেন।

এদিকে সভাপতি-সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় ওই সব পদে কোন ভোট গ্রহণ হয়নি। ফলে সহ-সভাপতি পদে ড. মুহাম্মদ আব্দুল মালেক, ড. মো. শফিকুল ইসলাম, ড. মো. আক্রাম হোসাইন মজুমদার, ড. মো. শাহজাহান আলী, মো. গিয়াস উদ্দিন, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহীনুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মোছা. খোদেজা খাতুন, কোষাধ্যক্ষ ড. মো. হাফিজুর রহমান, প্রচার সম্পাদক ড. এ কে এম নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আশেক রায়হান মাহমুদ, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ বি এম জাকির হোসেন, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রশিদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক ড. নুরুন নাহার, কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ড. মো. শহিদুল ইসলাম নূরী ও ড. নজিবুল হক নির্বাচিত হয়েছেন।



মন্তব্য চালু নেই