ইফার খুতবার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নির্ধারণ করে দেওয়া জুমার নামাজের খুতবার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন এক আইনজীবী।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু রিট আবেদনটি দায়ের করেন। এর আগে গত ২৫ জুলাই ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নির্ধারণ করে দেওয়া খুতবা বাতিল চেয়ে সরকারের প্রতি লিগ্যাল পাঠান এই আইনজীবী।

নোটিশে বলা হয়, জুমার নামাজে মসজিদের ইমামরা যে খুতবা দিয়ে থাকেন, সেগুলো ধর্মপ্রাণ মুসলমান গ্রহণ করে ইবাদত বন্দেগি করে থাকেন। ইমামদের খুতবা নির্দিষ্ট করে দেওয়া ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল বলে নোটিশে উল্লেখ করা হয়।

সাতদিনের মধ্যে নোটিশের জবাব না দিলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইফার ডিজি শামীম মো. আফজালের বিরুদ্ধে হাইকোর্টের রিট আবেদন করা হবে বলে এই আইনজীবী জানিয়েছিলেন। নির্ধারিত সময়ে নোটিশের জবাব না পাওয়ায় রিট আবেদন দায়ের করেছেন।



মন্তব্য চালু নেই