`ইন অ্যা ওপেন রিলেশনশিপ

পুরান ঢাকার এক বাড়িওয়ালার মেয়ে হোমায়ারা হিমু। সেখানেই অলি-গলিতে বড় হয়েছেন তিনি। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমু। বাসার পাশেই রয়েছে কিছু ব্যাচেলর ভাড়াটিয়া। বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাদের সঙ্গে প্রতিদিনই দেখা তার। বাড়িওয়ালার মেয়ে বলে ব্যাচেলররা হিমুকে তেমন কিছু বলার সাহস করে না। তবুও বিকালে ছাদে উঠলে কিংবা বারান্দায় দাঁড়ালে চোখে চোখে প্রায়ই কথা হয় তাদের সঙ্গে। তাদের মধ্যে কণ্ঠশিল্পী আগুনও রয়েছেন। মূলত আগুনকে হিমুর চোখে ভাল লেগে যায়। সেখান থেকেই অনেকটা খোলামেলা সম্পর্ক শুরু করে দেন তারা। এরই মধ্যে একদিন আগুন চলে যান কক্সবাজার। এরপর থেকে হিমু শুধুই তাকে খুঁজে বেড়াচ্ছেন। এভাবেই এগিয়ে যাবে হিমুর নতুন ধারাবাহিক নাটক ‘ইন অ্যা ওপেন রিলেশনশিপ’-এর গল্প। অনুরূপ আইচের রচনায় ও এহসান এলাহী বাপ্পির পরিচালনায় এ নাটকটি বিটিভিতে প্রচারের লক্ষ্যে নির্মাণ হবে।

এদিকে এ নাটক ছাড়াও হিমু বর্তমানে ফজলুর রহমানের পরিচালনায় ‘জীবনের অলি গলি’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলোর কাজ নিয়মিত করছেন বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই