ইন্দোনেশিয়ায় প্রবল বন্যা

প্রবল বন্যার কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তেঙ্গারা প্রদেশের এক লাখেরও বেশি অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পাশাপাশি, একটি অন্যতম প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে বলেও শনিবার কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, প্রায় ২০ হাজার ঘর-বাড়ি, ৬০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র এবং দুটি সেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই মুখপাত্র আরো জানান, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এরফলে জরুরি ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ওই অঞ্চলে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও মুখপাত্র সুতোপো জানান।
জরুরি ত্রাণ অভিযানে সেনা, পুলিশ এবং দুর্যোগ সংস্থার উদ্ধারকর্মীরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই