ইন্টারপোলের খাতা থেকে বাদ তারেক রহমানের নাম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ইন্টারপোলের রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে লন্ডনের লন্ডনিয়াম সলিসিটরস এর ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান , ইন্টারপোল তাদের তালিকা থেকে তারেক রহমানের রেকর্ড মুছে দিয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে লন্ডনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হবে।

২১ আগস্ট গ্রেনেড মামলায় অভিযুক্ত হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন- ইন্টারপোল।

যুক্তরাজ্য বিএনপির মিডিয়া সেলের আহবায়ক তাজ উদ্দীন ও প্রথম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন রোববার রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তারেক রহমানের মতো একজন রাজনৈতিক নেতাকে বর্তমান সরকার রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যার্থ হয়েই কুট-কৌশলের পথ বেছে নিয়েছে। কিন্তু সব চক্রান্তেরই শেষ আছে।



মন্তব্য চালু নেই