ইথিওপিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ২৩

ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৩ বন্দির মৃত্যু হয়েছে। ওই বন্দিরা সবাই সরকার বিরোধী বিক্ষোভকারী। বিক্ষোভে অংশ নেয়ায় তাদের সাজা দেয়া হয়েছিল। খবর বিবিসির।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের পর আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো দুজন পালানোর চেষ্টা করার সময় নিহত হয়েছেন।

তবে স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা আরো বেশি বলে জানানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বন্দিদের গুলি করে হত্যা করেছে কারা প্রহরীরা।

নিহত বন্দিদের নাম প্রকাশ করা হয়নি। কিলিনটো নামের ওই কারাগার থেকে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে।

টেলিভিশনের খবরে এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে কারাগার থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।



মন্তব্য চালু নেই