ইতালিয় নাগরিক খুনে জড়িত সন্দেহে বিএনপি নেতার ভাই গ্রেফতার

ইতালিয় নাগরিক খুনে জড়িত থাকার সন্দেহে বিএনপি নেতার ভাই গ্রেফতার হয়েছে।

ঢাকায় ইতালিয় নাগরিক তাভেল্লা সিজার খুনে জড়িত থাকার সন্দেহে যশোরের বেনাপোল থেকে এমএ মতিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার এমএ মতিন বিএনপি নেতা ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার এমএ কাইয়ুমের ছোট ভাই।

বৃহষ্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

সে ভারতে পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ায় সম্প্রতি ইতালীয় নাগরিক তাভেলা সিজার খুনের সাথে জড়িত থাকার সন্দেহে গোয়েন্দা পুলিশ এমএ মতিনকে গ্রেফতার করে। সে বেশ কিছুদিন আত্মগোপনে ছিল।

বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে এম এ মতিনকে পোর্ট থানা ও ডিবি পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আটক করে।বর্তমানে মতিন ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। এছাড়াও সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর গুলশানে তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা। নিহত ইতালীয় নাগরিক আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

যেভাবে খুন করা হয় তাভেল্লা সিজারকে



মন্তব্য চালু নেই