ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, মৃত ৬

ইতালির মধ্যঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ভূমিকম্পে কমপক্ষে ৬ জন মারা গেছেন। অনেক মানুষ ইট-কংক্রিটের স্তূপে আটকা পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা বলছে, ইতালির পেরুগিয়া শহরের ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। স্থানীয় সময় সকাল ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইতালির একটি রেডিওতে একটি শহরের মেয়র জানান, আর্ধেক শহরটাই ধূলিসাৎ হয়েছে।

রাজধানী রোমেও বেশকিছু ভবন ২০ সেকেন্ডের মতো সময় ধরে কেঁপে ওঠে।

একুমলি শহরে একটি বাড়ির ধ্বংসস্তূপের নীচে ৪ সদস্যের একটি পরিবারকে পাওয়া যায়। অন্য অনেক শহরেও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।

এমাটরিস শহরের মেয়র জানান, শহরের ভেতরের ও বাইরের যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছে। ভূমিধস হয়েছে এবং সম্ভবত একটি ব্রিজ ভেঙে পড়েছে।

ইতালির কর্তৃপক্ষ এটিকে ভয়াবহ ভূমিকম্প বলছে। বড় ভূমিকম্পটির পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে।

স্থানীয় এক অধিবাসী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, ভূমিকম্পটি ছিল অনেক শক্তিশালী। মনে হচ্ছিল বিছানাটা পুরো ঘরজুড়ে হাঁটছে।



মন্তব্য চালু নেই