ইজতেমা ফেরত মুসল্লিদের জন্য শাটল বাস

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফিরতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ শাটল বাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। মোনাজাত শেষে মুসল্লিরা ইজতেমা মাঠ এলাকা থেকে এ শাটল বাসে বিনা ভাড়ায় গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তা ও মিরেরবাজার এবং আশুলিয়া পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ রোববার সকালে ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশ রুমের মিডিয়া সেন্টারের সামনে এক ব্রিফিংয়ে জানান, আখেরি মোনাজাতের কারণে ইজতেমা মাঠের আশপাশ এলাকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মোনাজাতে অংশ নেওয়া লাখ লাখ মুসল্লি যাতে নিরাপদে নিবিঘ্নে বাড়ি যেতে পারেন এজন্য ইজতেমা ময়দান এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী-কালীগঞ্জ রুটের মিরেরবাজার এবং আশুলিয়া পর্যন্ত বিশেষ শাটল বাস চলবে।

তিনি জানান, আখেরি মোনাজাতের পর পরই শাটল বাসগুলো মুসল্লি পরিবহন শুরু করবে। এজন্য মুসল্লিদের কোনো প্রকার ভাড়া দিতে হবে না।



মন্তব্য চালু নেই