ইউপি নির্বাচন: সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশ্রাফ ফকির নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার রাত এগারোটার দিকে ইউনিয়নের সিদ্দিকের বাজার সংলগ্ন আব্দুল বারেকের বাড়িতে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, রাতে আব্দুল বারেকের বাড়িতে বৈঠক করছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামসুল হক ফকির। বৈঠককে কেন্দ্র করে ওই এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের কর্মী সমর্থকদের সঙ্গে সামসুল হকের কর্মীদের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে আশ্রাফ ফকিরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাউফল থানার ভারুপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ জ ম মাসুদুজ্জামান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই