ইউনেস্কো ভুল বুঝতে পারবে : হাছান মাহমুদ

রামপাল প্রকল্পের বিষয়ে ইউনেস্কোকে দেওয়া সরকারের জবাব প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা আগেই বলেছি ইউনেস্কোর প্রতিবেদন বিজ্ঞাননির্ভর নয়। এটি আন্দোলনকারীদের দেওয়া ভুল তথ্যের দ্বারা প্রভাবিত। লবিং করে ইউনেস্কোর দ্বারা প্রভাবিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা আশা করি বিশ্ব ব্যাংক যেমন লবিংয়ের কারণে প্রভাবিত হয়ে প্রথমে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। পরে তাদের ভুল বুঝতে পেরে আবার অর্থায়ন করতে চেয়েছে। তেমনি সরকারের জবাব পেয়ে ইউনেস্কো তাদের ভুল বুঝতে পারবে।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘রামপালের মানুষ বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে না, তারা বিদ্যুৎ চায়, আলো চায়, উন্নত হতে চায়। আর আপনারা ঢাকায় বসে আন্দোলন করেন কোন কারণে? লং মার্চ নিয়ে দক্ষিণাঞ্চলে যাবেন? এতে ওই অঞ্চলের মানুষের ধাওয়া খেতে পারেন, তাই সাবধান।’

আয়োজক সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি শাহাদাত হোসেন টোয়েলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, হাসিবুর রহমান মানিক প্রমুখ।



মন্তব্য চালু নেই