ইউনিটের সবাই একসঙ্গে খেলা দেখব : শাকিব খান

আজ সারা দেশে উত্তেজনার নাম একটাই, ক্রিকেট। মিরপুরের ময়দানে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সারা দেশের মানুষ একজোটে এই আনন্দে যোগ দিয়েছে। কেবল সাধারণ মানুষই নন, তারকাদেরও আজ আগ্রহ-উচ্ছ্বাসের কমতি নেই একটুও।

ঢালিউডের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খান এ বিষয়ে বলেন, ‘সারা বছরই কোনো না কোনো ছবির শুটিং নিয়ে দেশ কিংবা দেশের বাইরে ব্যস্ত থাকতে হয়। আমি যেখানেই যাই, ক্রিকেট খেলার সরঞ্জাম আমার সঙ্গে থাকে। একটু সময় পেলেই আমি ক্রিকেট খেলি। ছোটবেলা থেকেই এই খেলার প্রতি আমার আলাদা একটা ঝোঁক আছে। পেশা হিসেবে অবশ্য কখনো চিন্তা করিনি। দেখা গেল, শুটিং করতে কোথাও গেলাম, আমার অংশের কাজ শেষ হয়ে গেছে—আমি সোজা ক্রিকেট খেলা শুরু করে দিলাম!’

শুটিংয়ে যেখানেই যাওয়া হোক না কেন, শাকিব নাকি সব সময়ই ক্রিকেট খেলার সরঞ্জাম রাখেন নিজের কাছে। তিনি বলেন, ‘যেকোনো জায়গায় যাওয়ার আগেই আবার কোথাও শুটিংয়ে যাওয়ার সময় আমি সবার আগে খবর নিই, ক্রিকেট খেলার সরঞ্জামাদি গাড়িতে নেওয়া হয়েছে কি না। অবশ্য এখন আর বলতে হয় না। কারণ, আমার সহকারীরা জানে, ক্রিকেটের সরঞ্জাম, মানে ব্যাট-বল না নিলে আমি রাগ করব।’

আজকের খেলা স্টেডিয়ামে গিয়ে দেখতে না পারলেও সবাই একসঙ্গে দেখার ইচ্ছার কথা জানিয়েছেন শাকিব খান। এ বিষয়ে তিনি বলেন, “সারা বছরই যেহেতু শুটিং থাকে, তাই সব খেলা দেখার সময় হয় না। বাংলাদেশের ফাইনাল খেলা অবশ্যই দেখব। আমরা এখন কক্সবাজারে ‘পাংকু জামাই’ ছবির শুটিং করছি। পরিকল্পনা আছে, তাড়াতাড়ি শুটিং শেষ করার। খেলা দেখার একটা আয়োজন চলছে। আমরা ইউনিটের সবাই মিলে একসঙ্গে খেলাটা উপভোগ করব। আশা করি, আমরা এই খেলাতেও জিতব।”



মন্তব্য চালু নেই