ইউটিউব চালু হচ্ছে পাকিস্তানে

পাকিস্তানে আবার চালু হচ্ছে ইউটিউব। পাকিস্তান তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সোমবার বিকেলে এক নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষকে ইউটিউব খুলে দিতে বলে।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র সাগির আনোয়ার ওয়াতো এবং টেলিকমিউনিকেশন কর্মকর্তারা নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১৮ সেপ্টেম্বর ইউটিউব বন্ধ করে দেয় পাকিস্তান। সেই থেকে প্রায় তিন বছর চার মাস পাকিস্তানিরা ভিডিও শেয়ারিংয়ে জনপ্রিয় এই মাধ্যম ব্যবহার করতে পারেনি। ইউটিউব খুলে দেওয়ায় দেশটির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছে। সেইসঙ্গে পাকিস্তানিরাও খুশি।

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউটিউব খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ধর্ম অবমাননা করে এমন সব কনটেন্ট (ভিডিও) ব্লক করা হবে। এক্ষেত্রে স্বয়ক্রিয় পদ্ধতি ব্যবহার করবে কর্তৃপক্ষ।

ধর্ম আবমাননাকর ও আপত্তিকর ভিডিও বন্ধ করতে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় গুগলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।



মন্তব্য চালু নেই