ইইউতে ইংরেজি ভাষা থাকছে না!

‘‌ইউরোপীয় ইউনিয়ন থেকে সদস্যপদ ছেড়েছ। যাওয়ার আগে নিজেদের ভাষাটিকেও সঙ্গে করে নিয়ে যাও।‌’ ব্রিটেনের উদ্দেশ্য এমনই উপদেশ ফরাসি রাজনীতিকদের।

ফ্রান্সের বেজিয়ারসের মেয়র রবার্ট মেনার্ড বলেছেন, ইংরেজি ভাষাটির ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ার আর কোনো অধিকার নেই।

অনেকের মতে, ইউরোপীয় সংসদের তৃতীয় ভাষা হিসেবেও অধিকার হারিয়েছে ইংরেজি। ইউরোপীয় ইউনিয়নে মোট ২৪টি ভাষা রয়েছে।

ফ্রান্সে ইংরেজি শিক্ষার অবস্থা খুবই খারাপ। ২০১৪ সালের একটি রিপোর্টেও দেখা গেছে, ফ্রান্সের প্রাপ্তবয়স্কদের মধ্যে ইংরেজি শিক্ষিতের সংখ্যা সবচেয়ে কম।

যদিও ফরাসি প্রশাসন ইংরেজি শিক্ষার বিষয়ে খুব একটা উৎসাহীও নয়। কারণ, ইংরেজি শিক্ষা বিষয়টা জাতির জন্য খুব দরকারি ইস্যু বলেই মনে করে না ফরাসিরা।



মন্তব্য চালু নেই