ইংল্যান্ডের ৩২ বছরের অপেক্ষা…

ক্রিকেট বিশ্বকাপে বেশ কয়েকটি দ্বৈরথ রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ ভারত-পাকিস্তান। বিশ্বকাপে এ পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি পাকিস্তান। প্রায় একই রকম ঘটনা রয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ১৯৮৩ সালের পর এখনো জয়বঞ্চিত ইংল্যান্ড।

১৯৮৩ বিশ্বকাপে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রথম লেগে নিউজিল্যান্ডকে ১০৬ রানে হারিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় লেগে গিয়ে ২ উইকেটে হেরে যায়। এরপর ১৯৯২, ১৯৯৬ ও ২০০৭ বিশ্বকাপেও নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। কিন্তু জয়ের স্বাদ পায়নি তারা।

২০১৫ বিশ্বকাপেও একই গ্রুপে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। শুক্রবার ওয়েলিংটনে মুখোমুখি হয় দল দুটি। ইংল্যান্ডের সামনে সুযোগ আসে ৩২ বছরের অপেক্ষার পালা ঘোচানোর। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। উল্টো নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৩ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছে তারা। আর হার মেনেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।



মন্তব্য চালু নেই