ইংল্যান্ডের দুই পরিবর্তন, বাংলাদেশ অপরিবর্তিত

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে মাঠে গড়িয়েছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচের একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওয়ানডের দলটিই নামছে আজ।

তবে ইংল্যান্ড দলে এসেছে দুটি পরিবর্তন। জেসন রয় ফিট নন, তাঁর পরিবর্তে এসেছেন স্যাম বিলিংস। পেসার ডেভিড উইলির জায়গায় ফিরেছেন লিয়াম প্লাঙ্কেট।

বাংলাদেশ দলে গত ম্যাচের মতই তিন পেসার রাখা হয়েছে। কোনো স্পেশাল স্পিনার নেওয়া হয়নি। এই ম্যাচের আগে ১৪ জনের দলে স্পিনার তাইজুল ইসলামকে নেওয়া হলেও তাঁকে শেষ পর্যন্ত একাদশে রাখা হয়নি।

দলে আছেন গত ম্যাচে দারুণ খেলা অলরাউন্ডার নাসির হোসেন। তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও আছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।



মন্তব্য চালু নেই