ইংল্যান্ডের কোচের ভবিষ্যত কী?

সোমবার অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

অপরদিকে টাইগারদের কাছে পরাজিত হয়ে ক্রিকেটের সর্বোচ্চ আসরে স্বপ্নভঙ্গ হলো ইংলিশদের। বিদায় নিতে হলো গ্রুপপর্ব থেকেই।

এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ইংল্যান্ডের মরগান-ব্রড-বাটলাররা। খেলোয়াড়দের সঙ্গে সমালোচকদের রোষানল থেকে বাদ যাননি ইংল্যান্ডের কোচ পিটার মুরসও। ইংলিশ মিডিয়ার তীব্র সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি।

দল হারলে ব্যর্থতার দায় কোচের ওপরও বর্তায়। কোচিংয়ের চাকরিও হারাতে হয় অনেক সময়। এ জন্যই ইংলিশ কোচের ব্যাপারেও প্রশ্ন উঠেছে, তার ভবিষ্যৎ কী? বিশ্বকাপ শেষে মরগানদের কোচ থাকবেন নাকি চাকরি হারাবেন?

সোমবার এমনই এক প্রশ্নের মুখোমুখি হন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন। তিনি বলেন, ‘মুরস অভিজ্ঞ একজন কোচ। আপাতত তার পদ বহাল থাকবে। তবে ভবিষ্যতে কী হবে, তা ঠিক করে বলতে পারছি না। এটা আমার সিদ্ধান্ত নয়, বোর্ডের সিদ্ধান্ত।’



মন্তব্য চালু নেই