ইংলিশ শিবিরে বাংলাদেশের জোড়া আঘাত

চা বিরতির পর প্রথম বলেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তরুণ অফস্পিনারের বলে বোল্ড হয়েছেন ফিফটি করা বেন ডাকেট।

ঢাকা টেস্টে বাংলাদেশের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে তৃতীয় দিনে ব্যাট করছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: ২৩.১ ওভার শেষে ইংল্যান্ড ১০০/১।

ব্যাট করছেন অ্যালিস্টার কুক (৩৯)। ফিরে গেছেন বেন ডাকেট (৫৬)।

২৭৩ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেট। সিরিজে ডাকেট তুলে নেন প্রথম ফিফটি। মেহেদী হাসান মিরাজের বলে চার মেরে তিনি ফিফটি স্পর্শ করেন ৬০ বলে। পরের বলে মারেন আরেকটি চার, তাতে শতরান পূর্ণ হয় ইংল্যান্ডের। সফরকারীরা চা বিরতিতে যায় ২৩ ওভারে বিনা উইকেটে ১০০ রানে।

এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৯৬ রানে। ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৩ রানের।

এশিয়ায় সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জিততে পেরেছে ইংল্যান্ড। দুই শর বেশি রান তাড়া করে জিতেছে আর মাত্র দুটি ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস : ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৮১.৩ ওভারে ২৪৪ (রুট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪*; মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫, সাকিব ১/৪১)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬৬.৫ ওভারে ২৯৬ (ইমরুল ৭৮, মাহমুদউল্লাহ ৪৭, সাকিব ৪১, তামিম ৪০, শুভাগত ২৫*; রশিদ ৪/৫২, স্টোকস ৩/৫২, আনসারি ২/৭৬, মঈন ১/৬০)।



মন্তব্য চালু নেই