‘আ.লীগের সব নেতাকে কেনা যায়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়, শেখ হাসিনাকে ছাড়া।

 

রোববার সংসদ অধিবেশন শেষে বেরিয়ে যাওয়ার সময় দলের কয়েকজন নেতাকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

 

এদিন সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনের বিল নিয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন হয়। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ প্রতিবেদন উপস্থাপন করেন।

 

গতকাল অধিবেশন শেষে সরকারদলীয় সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, চিফ হুইপ আ স ম ফিরোজ, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, দবিরুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বেশ কয়েকজন শেখ হাসিনার আসনের পাশে এসে দাঁড়ান। এ সময় প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে সংবিধান সংশোধন বিল নিয়ে কথা বলতে শুরু করেন।

 

সাংসদেরা কেউ কেউ বলেন, সুপ্রিম কোর্টের বিচারকেরা বিলের বিরোধিতা করছেন। তাঁদের সঙ্গে সরকারপক্ষের আইনজীবীরাও যোগ দিয়েছেন। কয়েকজন সংসদ সদস্য সংবিধান সংশোধনের বিষয়ে ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের অবস্থান তুলে ধরে বিচারপতিদের সরানোর ক্ষমতা সংসদের হাতে ফেরানো নিয়ে বিভিন্ন জটিলতার কথা বলছিলেন।

 

শেখ হাসিনা তখন অধিবেশন কক্ষ থেকে বের হতে হতেই বলেন, ‘আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়। এটাই সমস্যা। শেখ হাসিনা ছাড়া।’ তার এ কথা সংসদের গ্যালারি থেকে শোনা যাচ্ছিল।

 

এর আগে অধিবেশন চলাকালীন নিজ আসন ছেড়ে অন্যের আসনে বসায় হুইপ আতিউর রহমান আতিককে ধমক দেন শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই