আ.লীগের পক্ষেও স্বাধীনতার ঘোষণা দেন জিয়া

জিয়াউর রহমান দুইবার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দাবি করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক।

তিনি বলেন, ‘জিয়া দুইবার স্বাধীনতার ঘোষণা করেন। একবার চট্টগ্রামের কালুরঘাটে আরেকবার আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম ভবনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

১৯৭২ সালের পর মুক্তিযোদ্ধাদের প্রথম অবমূল্যায়ন শুরু করেছিল আওয়ামী লীগ দাবি করে ইব্রাহিম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের দায়ভার আওয়ামী লীগের। এর দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে।’

২০ দলের আন্দোলন চলমান থাকবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন চলছে এবং চলবেই। এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।’

এ সময় আলোচনা সভায় পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী বলেন, ‘অতীতে মামলা-হামলা দিয়ে কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনাও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, শেখ হাসিনার পতন হবেই।’

শেখ হাসিনাকে উদ্দেশ করে গাজী বলেন, ‘আপনার বাবাও এক দেশ এক দলের কথা চিন্তা করেছিলেন। কিন্তু তার পরিণতি ভালো হয়নি। আপনিও সে ভুল করবেন না। ক্ষমতাকে চিরস্থায়ী করার চিন্তা করবেন না।’

সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, জাসাস সাধারণ সম্পাদক শিল্পী মনির খান, পেশাজীবী পরিষদের নেতা ডা. সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।



মন্তব্য চালু নেই