আওয়ামী লীগের জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র দুই বছর। আর এর প্রস্তুতি চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সারা দেশে দলের অভ্যন্তরে থাকা সমস্যা সমাধান করে ছয় মাসের মধ্যে অঙ্গ সংগঠনের সম্মেলন শেষ করা হবে।’

চট্টগ্রামে আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত এক সভা শেষে রোববার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের মডেল দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘যোগ্য প্রার্থী মনোনয়ন, জনপ্রিয়তা ও সততার কারণে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। একইভাবে সারা দেশের সব নির্বাচন ও বিশেষ করে জাতীয় নির্বাচনে প্রার্থিতা পছন্দ করা হবে। প্রার্থীর কোনো অনিয়ম অপকর্মের বিষয়গুলো কঠোর হস্তে দমন করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জঙ্গিরা এখনও নির্মূল হয়নি। তারা তলে তলে আরো আরো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তার বড় প্রমাণ আশাকোনার ঘটনা। এটি ভয়াবহ বিষয়। দু’জন আত্মঘাতী নারী শিশু নিয়ে আস্তানায় ছিল। এখান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে উগ্রবাদী জঙ্গিবাদ প্রতিহত ও তাদের পরাজিত করতে হবে।’

ছাত্রলীগকে নেতিবাচক খবর হতে বের হয়ে এসে ইতিবাচক ধারায় রাজনীতি করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম আর দেখতে চাই না। আমরা চাই তারা ভালো খবরের শিরোনাম হবে। তারা তাদের ঐতিহ্য আবার ফিরিয়ে আনবে।’

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্রনেতার মৃত্যুর ঘটনা, টেন্ডারবাজিসহ নানা নেতিবাচক ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফানের রহস্যজনক মৃত্যুর ঘটনার আরো তদন্ত ‌ও পুনর্তদন্ত প্রয়োজন বলেও জানান কাদের।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, জেলা প্রশাসক সামশুল আরেফিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ইফতেখার উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য ও জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই