আ.লীগই বিএনপিকে নতুন জীবন দিয়েছে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ২০০৮ সালে রাজনীতি থেকে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। আওয়ামী লীগই ওই সময় বিএনপিকে নতুন জীবন দিয়েছে। এর জন্য আওয়ামী লীগই দায়ী।

রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনের হলে শনিবার বিকেলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির নির্বাচনী সমঝোতা হয়। সেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৪৮টি আসন দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু পরে তারা কথা রাখেনি। জাতীয় পার্টির ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে ১৭টি আসনে আওয়ামী লীগও প্রার্থী দেয়। এ নির্বাচনে বিএনপি ২৯টি আসনে জয়লাভ করে। যদি আওয়ামী লীগ কথা রাখত, তবে- বিএনপি সেবার বিরোধীদলের আসনে বসতে পারত না। জাতীয় পার্টিই হতো বিরোধীদল। আর বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত।



মন্তব্য চালু নেই