আয়ূর্বেদ চিকিৎসার জন্য ভারতে আসছেন নেইমার, কে্রালাতে দিনভর জল্পনা

ভাঙা ভার্টিব্রার চিকিত্সার জন্য ব্রাজিলের ফুটবল তারকা নেইমার রাজ্যে আসতে পারেন বলে গতকাল জল্পনা ছড়িয়ে পড়ে টেলিভিশন চ্যানেলগুলিতে৷ এই নিয়ে দিনভর খবর দেখানো হয়৷ টিভি চ্যানেলগুলি জানায়, কেরলে নেইমারের আয়ূর্বেদ চিকিত্সার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমেন চন্ডীর সঙ্গে যোগাযোগ করেছে৷ দিনভর এই খবর প্রচারিত হওয়ার পর চন্ডী এই জল্পনা খারিজ করে দেন৷ তিনি জানান, রাজ্যের ব্রাজিল সমর্থকরা কেরলে নেইমারের আয়ূর্বেদ চিকিত্সার জন্য প্রস্তাব দেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন৷ এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ভি এস শিবকুমারের সঙ্গে কথা বলেন৷ স্বাস্থ্যমন্ত্রীও এ ব্যাপারে রাজ্যের আয়ূর্বেদ হাসপাতালগুলির প্রথমসারির চিকিত্সকদের সঙ্গে কথা বলেন৷ চিকিত্সকরা ইন্টারনেটে নেইমারের চোটের বিস্তারিত তথ্য সংগ্রহ করে কোন পদ্ধতিতে চিকিত্সা করা সম্ভব তা খতিয়ে দেখছেন৷

এই খবর নিয়েই সারাদিন মিডিয়ায় জল্পনা তৈরি হয় ভুলভাবে এ সংক্রান্ত খবর প্রচারিত হয়৷ চন্ডী ভুল খবর না প্রচার করার আর্জি জানিয়ে বলেছেন, নেইমারকে রাজ্যে এনে চিকিত্সার প্রস্তাব দেওয়া হবে কিনা, সে সম্পর্কে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে৷



মন্তব্য চালু নেই