আসামিকে নেতা নির্বাচন করলো বিএনপি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা নির্বাচিত করেছেন, এদের একজন এতিমের টাকা খাওয়া মামলার আসামী। আরেকজন গ্রেনেড মামলার ফেরারি আসামী। এরা আবার মানুষকে কি দিবে? নাটকটা ভালোই সাজিয়েছে।

আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পক্ষে দালালি করেছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাধীনতা বিরোধীতা করে আসছে জিয়া এবং তার স্ত্রী খালেদা জিয়া। এরা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এরশাদ বার বার ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করতে চেয়েছে। তারপরও আওয়ামী লীগের

তিনি আরও বলেন, খালেদার জন্ম ভারতে প্রিয় স্থান পাকিস্তান। তাই এদেশের উন্নয়ন তার ভালো লাগে না। তার যদি এতোই পেয়ারে পাকিস্তান থাকে, তাহলে তিনি পাকিস্তানে চলে গেলেই তো পারেন?

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।



মন্তব্য চালু নেই