আসাদকে নিয়ে রাশিয়াকে সর্বোচ্চ হুঁশিয়ারি দিলেন কেরি

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে নিয়ে রাশিয়াকে সর্বোচ্চ হুঁশিয়ারি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, আসাদের নেতৃত্বাধীন সরকারের লাগাম টেনে ধরার জন্য রাশিয়াকে ভূমিকা নিতে হবে। সিরিয়ায় আড়াইশ মার্কিন পদাতিক সেনা পাঠানোর পর রুশ সরকার যখন আমেরিকার বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিচ্ছে তখন কেরি এ হুঁশিয়ারি দিলেন।

বৃহস্পতিবার সিরিয়ার আলেপ্পো শহরের একটি হাসপাতালে আসাদ বাহিনীর বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এর জন্য সিরিয়া ও রাশিয়ার ওপর চাপ জোরদার করেছে। তবে দামেস্ক ও মস্কো এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পশ্চিমা জোট তাদের অপরাধ ঢাকার জন্য এ অভিযোগ তুলেছে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া সম্প্রতি সিরিয়ায় কোনো বিমান হামলা চালায় নি। আর দামেস্ক বলেছে, সিরিয়ার বিমান বাহিনীর বিরুদ্ধে হামলার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এসব বক্তব্য সত্ত্বেও জন কেরি বলেছেন, হাসপাতালে হামলার ধরণ দেখে মনে হচ্ছে সিরিয়ার বিমান বাহিনী এ হামলা চালিয়েছে। এ জন্য তিনি সিরিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।



মন্তব্য চালু নেই