আসছে আইওএস ৯

আইফোন এবং আইপ্যাডের জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৯ আগামী সপ্তাহ থেকেই পাওয়া যাবে। অ্যাপলের ইভেন্ট থেকে এই কথা জানানো হয়েছে।

আগের মতো এবারও পুরনো ডিভাইসে ইনস্টল করা যাবে না আইওএস ৯। অ্যাপল জানিয়েছে, আইফোন ৪ কিংবা এর পরের সংস্করণ এবং আইপ্যাড ২ ও এর পরের সংস্করণ, আইপ্যাড মিনি, পঞ্চম প্রজন্মের আইপড টাচে পাওয়া যাবে আইওএস ৯ ব্যবহারের সুবিধা।

নতুন এই অপারেটিং সিস্টেম থাকছে স্প্লিট স্ক্রিন, স্লাইড ওভার নামে নতুন দুটি ফিচার। এছাড়া আগের কিছু অ্যাপেও আসছে ব্যাপক পরিবর্তন।

গত জুনে অনুষ্ঠিত অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স থেকে প্রথম আইওএস ৯ এর ঘোষণা দেওয়া হয়। জুলাই থেকে এর বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছিল।



মন্তব্য চালু নেই