আশুলিয়ায় লেগুনাও ট্রাকের সংর্ঘষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় বালু ভর্তি ট্রাক ওদুটি যাত্রীবাহি লেগুনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল-আমিন নামে লেগুনার এক যাত্রী নিহতসহ আহত হয়েছে অন্তত বিশজন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের রেসকিউ টিমের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে আশুলিয়ার “টঙ্গী-আশুলিয়া-ইপিজেড” সড়কের মরাগাং এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুলিয়ার বাইপাইল থেকে উত্তরার আব্দুল্লাপুরগামী দুটি লেগুনা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাকের চাকা ব্লাস্ট হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা দুটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় লেগুনা দুটির অন্তত বিশ জন যাত্রী আহত হয় ও আল-আমিন নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

নিহত আল-আমিন ঝালকাঠি সদর থানার সারেংগল গ্রামের মৃত ছেকেন্দার আলীর ছেলে বলে জানা যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানায় নিয়ে যায়।



মন্তব্য চালু নেই