আশুলিয়ায় খাবার হোটেলে আগ্নিকান্ড

টিপু সুলতান (রবিন), সাভার: সাভারের আশুলিয়ায় একটি খাবার হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

রবিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার দেওয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে হোটেলটির ভিতর থেকে হঠাৎ আগুন ও ধোয়া দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ।

এসময় তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রমে প্রায় আধ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আসতে হোটেলটির ভিতরের অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুল হামিদ জানায়,সকাল সোয়া নয়টার সময় ডিইপিজেড ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়,তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে।

পরে আগুনের তিব্রতা লক্ষ্যকরে ফায়ার সার্ভিস পানি বাহী আরও একটি ইউনিটকে খবর দিলে তিনটি ইনিট মিলে প্রায় আধাঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।তবে প্রথমিক ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি তিনি।



মন্তব্য চালু নেই