আশুলিয়ায় একটি কারখানার ১০৫ শ্রমিক বরখাস্ত

আশুলিয়ায় একটি সোয়েটার তৈরী কারখানার ১০৫ জন শ্রমিককে শৃংখলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। এই ঘটনার পর থেকে কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার এজাক্স সোয়েটার লিমিটেড নামক কারখানা কর্তৃপক্ষ সাময়ীক বরখাস্তকৃত ওই ১০৫ জন শ্রমিকের নাম তাদের কারখানার প্রধান ফটকে নোটিশসহ নামের তালিকা টাঙ্গিয়ে দেন।

কারখানার গেটে টাঙ্গানো নোটিশে উল্লেখ করা হয়েছে, সাময়ীক বরখাস্তকৃত শ্রমিকরা কারখানার আইনসঙ্গত ও যুক্তিসঙ্গত আদেশ ইচ্ছাকৃতভাবে না মেনে সংঘবদ্ধ হয়ে অন্যান্য শ্রমিকদের ভয় দেখিয়ে কাজ করতে বাধা প্রদানসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে শ্রম আইনের ২০০৬ এর ২৩ এর উপধারা ৪ অনুযায়ী ওই ১০৫ জন শ্রমিককে সাময়ীক বরখাস্ত করা হয়।

এদিকে, এই ঘটনার পর থেকে কারখানাটির ভিতরে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।



মন্তব্য চালু নেই