আশুলিয়ায় আজও শ্রমিক অসন্তষের জেরে ১০টি কারখানা ছুটি ঘোষণা

টিপু সুলতান (রবিন) : নিজস্ব প্রতিবেদক
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় দশটি কারখানা ছুটি ঘোষনা করেছে কতৃপক্ষ।

সকাল থেকে কয়েকটি পোশাক করখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে।এর মধ্য বেতন-ভাতার দাবিতে জামগড়া ও বাইপাইলের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বের হয়ে গেলে।অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর আশ,পাশের বেশকয়েকটি কারখানা ছুটি ঘোষনা করে কতৃপক্ষ।যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়া।

গত বেশ কয়েকদিনে ধরে আশুলিয়ার বাইপাইল, জমাগড়া ও ছয়তলা এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে জামগড়ার উইন্ডি, সেতারা গ্রুপ ও শেড ফ্যাশন নামক পোশাক কারখানার শ্রমিকরা।এসময় বেতন বৃদ্ধির দাবিতে কারখানা থেকে বের হয়ে গেছে জামগড়ার ডিকে নিটওয়্যার লিমিটেড ও বাইপাইল এলাকার ফাউন্টেইন গার্মেন্টস ম্যানফ্যাকচারিং লিমিটেড এর শ্রমিকরা।এর কিছু ঘন্টা পরে জামগড়া ছয়তালা এলাকার উইন্ডি গ্রপ,সাফা সোয়েটার ,শডেফ্যশন,সেতারা গ্রুপ,পায়রোনিয়ার,ওয়াসিন এন্ড ডিজান সহ বেশকয়েকটি কারখানা ছুটি ঘোষনা করে কারখানা কতৃপক্ষ গুলো।

এব্যপারে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে,এম মিন্টু জানান
মুজুরি বৃদ্ধীর দাবীতে গত এক সপ্তাহর ও বেশী সময় ধরে শ্রমিকরা আশুলিয়া সহ বিভিন্ন অঞ্চলে আন্দোলন করে আসছে তাই অবিলম্বে মুজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের নূনতম মূজুরী পূনর্ন নির্ধারনের দাবী জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই