আশরাফুলকে নিয়ে কি বললেন সৌম্য সরকার?

বাংলাদেশের বেশির ভাগ রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। আর কয়েক মাস পরেই জাতীয় দলে যোগ দেয়ার কথা তার। বিপিএল কেলেঙ্কারির দায়ে এখনো ক্রিকেটের বাইরে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। তাকে নিয়ে নানা কথা বলেছেন জাতীয় দলে নবাগত সৌম্য সরকার।

সৌম্য সরকার এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আশরাফুল ভাইয়ের একজন ফ্যান। ছোট বেলায় আমি তার ব্যাটিং উপভোগ করতাম। আমার দারুণ ভালো লাগত তার ব্যাটিং।

আশরাফুলকে নিয়ে এমনই কথা বলেছেন সৌম্য সরকার। আশরাফুলের সাথে তাকে উইকেটে দেখা যাবে কিনা এটাই এখন দেখার বিষয় এটি। আশরাফুল যখন জাতীয় দলে আসেন সৌম্য সরকার তখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

আশরাফুল জাতীয় দলে ফিরে আসুক এটা চান তিনিও। সৌম্য জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে তার ৮৭ রানের ইনিংসের ভিডিও দেখে আমি প্রেরণা পাই। জাতীয় দলের তারকা ব্যাটসম্যান হয়ে ওঠা সৌম্যর প্রত্যাশা ফের লাল-সবুজের জার্সি গায়ে দিবে আশরাফুল।



মন্তব্য চালু নেই