আল শাবাবের গোয়েন্দাপ্রধান নিহত

সোমালিয়াতে কেনিয়ার সেনাদের এক বিমান হামলায় সশস্ত্র সংগঠন আল-শাবাবের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কারাতেসহ সংগঠনটির আরো ১০ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। গত ৮ ফেব্রুয়ারি তারা নিহত হন বলে এক বিবৃতিতে দাবি করেছে কেনিয়ার সেনাবাহিনী।

বৃহস্পতিবার কেনিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ওই বিমান হামলা চালানো হয়েছিল। ওই হামলায় মোহাম্মদ কারাতে ছাড়াও আল-শাবাবের আরো ১০ জন কমান্ডার নিহত হন। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের গোয়েন্দাপ্রধান নিহত হওয়ার খবর অস্বীকার করেছে আল-শাবাব।

সোমালিয়ায় অবস্থিত কেনিয়ার সামরিক ঘাঁটিতে গত মাসের হামলার ক্ষেত্রে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে ধারণা করা হয়। গত ১৫ জানুয়ারি এল-আদে শহরে চালানো ওই হামলায় ১০০ সেনাকে হত্যার দাবি করে আল শাবাব।

সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২২ হাজার সেনা সম্বলিত আফ্রিকান ইউনিয়নের বাহিনীতে কেনিয়ার ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সোমালিয়ার সরকারকে উৎখাত করে দেশটিতে ইসলামি আইন বাস্তবায়নের কথা বলে আল-শাবাব। ২০১১ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে তাদের বিতাড়িত করে আফ্রিকার ইউনিয়নের শান্তিরক্ষীরা।



মন্তব্য চালু নেই