আল-কায়েদা-খালেদা-তালেবানে পার্থক্য নেই

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘আল-কায়েদা, খালেদা জিয়া ও তালেবানের সঙ্গে কোনো পার্থক্য নেই। বাংলাদেশ যেন সামনে এগিয়ে যেতে না পারে, খালেদা জিয়া সেটা চান। একাত্তরের মতো পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশকে তালেবান রাষ্ট্র্র বা পাকিস্তান বানানো যাবে না।’
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বৃহস্পতিবার মাগরিবের বিরতির পরে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন সেলিম।
খালেদা জিয়া যদি সহিংসতা বন্ধ না করেন, তাহলে জনগণ বিএনপি অফিস থেকে টেনে এনে প্রকাশ্যে বিচার করতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
খালেদাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও বন্ধ করেন। না করলে, সরকার ব্যবস্থা নেবে। বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে দেব না। সেজন্য যা কিছু করা দরকার, আমরা করবো।’
চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক সঙ্কট না, এটা সন্ত্রাসী সঙ্কট।’
সেলিম বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভেতর যদি এদেশের প্রতি বিন্দুমাত্র মমতা থাকতো, তাহলে সাধারণ মানুষ, দিনমজুর, ট্রাক ড্রাইভারদের হত্যা করে বিএনপি অফিসে বসে পিকনিক করতেন না। তাদের উদ্দেশ্য ছিল বনানী, গুলশান, বারিধারায় একটি তাণ্ডব চালাবে। তখন বিদেশিরা বলবে, এখন সরকার সমাধান করুন। কী জঘন্য মনোভাব নিয়ে এই বোমা তৈরি করছে।’



মন্তব্য চালু নেই