আল আকসা মসজিদে ফিলিস্তিনি সৈন্যদের প্রবেশ

জেরুজালেমে আল আকসা মসজিদে ফিলিস্তিনি সৈন্যরা ঢুকে পড়েছে। পাথর নিক্ষেপকারী এসব ফিলিস্তিনি সৈন্যকে প্রতিহত করতে টিয়ার গ্যাস ছুড়েছেন ইসরায়েলের নিরাপত্তা কর্মীরা।

দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধেছে বলে জানা গেছে। ফিলিস্তিনি সৈন্যরা মসজিদে প্রবেশ করার পর ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস ছুড়তে ছুড়তে মসজিদের ভেতর প্রবেশ করেন। এরপরেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন গত সপ্তাহে দুটি মুসলিম জঙ্গি গোষ্ঠীর মসজিদ প্রাঙ্গনে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এই ঘোষণা করার পরেই এ সংঘর্ষের ঘটনা ঘটল। এতে মুসলমানদের তৃতীয় পবিত্রতম এলাকাটিতে অস্থিরতা বিরাজ করছে। দেশটির নিরাপত্তা বাহিনী মসজিদ বন্ধ করে রেখেছেন যেন মসজিদে আসা প্রার্থনাকারীরা সংঘর্ষের শিকার না হন।



মন্তব্য চালু নেই