‘আল্লাহ যেন আমার শত্রুকেও কোনো দিন জেলে না নেন’

গৃহকর্মী নির্যাতনের অপরাধে দুইমাসের কারাদন্ড ভোগ কয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহে জামিনে মুক্ত হয়েছেন জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজিব। তবে জামিনে থাকলেও ক্রিকেটকে ভোলেননি টেস্ট দলের অন্যতম এই সদস্য। জামিনের এই ফাঁকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চান তিনি। শুধু ফিটনেসই না নিজেকে আবারো ক্রিকেটে ফিরিয়ে আনতে চান।

শনিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, জাতীয় ক্রিকেট দলের ফিজিওর সাথে দেখা করতে যান শাহাদাত। সেখানেই খুব অল্প সময়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। তবে মামলা এখনো পুরোপুরি নিষ্পত্তি না হওয়ায় তেমন কথা বলতে চাননি তিনি। একটি জাতীয় দৈনিক পত্রিকায় বলেন, ‘কাজটা ভুল-খারাপ যা-ই হোক না কেন, আমি এ থেকে মুক্তি চাই, আবারও খেলায় ফিরতে চাই। মেয়েটার ভবিষ্যতের দায়িত্ব নিয়ে আমি ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত আছি। আল্লাহ যেন আমার শত্রুকেও কোনো দিন জেলে না নেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে না পারার জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি। শাহাদাতের আফসোস করে বলেন, ‘ফিজিও বলেছিলেন আমি বিপিএল খেলতে পারব। সবচেয়ে বেশি খারাপ লাগছে বিপিএল মিস করেছি বলেই।’

তবে শুধু বিপিএল না খেলতে পারা নয়, শাহাদাত তার দুই মাসের কারাদন্ডে সবচেয়ে বেশি অভাববোধ করেছেন এক বছর বয়সী মেয়ের।

১২ ডিসেম্বর তিন মাসের জামিন পেয়েছেন শাহাদাত। বিসিবির ফিজিও ও চিকিৎসকদের তত্ত্বাবধানে রবিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ দিনের পুনর্বাসন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে তার।



মন্তব্য চালু নেই