আরোহীদের নিরাপত্তা দেবে থার্মাল ক্যামেরা

পৃথিবীর অনেক দেশেই সাইকেল চালানোকে উৎসাহিত করা হয়। সেসব দেশে আরোহীদের নির্বিঘ্নে পথ চলার জন্য রয়েছে সাইলেন লেন। যুক্তরাষ্ট্রের লন্ডন শহরের কথাই ধরা যাক। সেখানে প্রতিদিন হাজারো মানুষ দ্বিচক্রযান নিয়ে পথে নামেন। সাইকেল আরোহীদের নিরাপত্তা দিতে লন্ডনের সড়কের বসানো হয়েছে থার্মাল ক্যামেরা।

লন্ডনের ব্যস্ত সড়কে সাইকেল আরোহীদের সবুজ বাতির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এজন্য সাইকেল লেনে বসানো হয়েছে ইমেজিং থার্মাল ক্যামেরা। এই ক্যামেরা সাইকেল আরোহীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করবে। কয়জন সাইকেল আরোহী সবুজ বাতির অপেক্ষায় কতক্ষণ দাঁড়িয়ে আছে তাও জানিয়ে দেবে এই ক্যামেরা। তারপর সবুজ বাতি জ্বালিয়ে তাদের পথ পাড়ি ব্যবস্থা করে দেয়া হবে। এতে করে দুর্ঘটনার হাত রেহাই মিলবে।

296605FA00000578-3113306-image-a-12_1433588067012

থার্মাল ডিটেকশনের পাশাপাশি লন্ডনে রাডার ডিটেকশন পদ্ধতিও ব্যবহারা করা হচ্ছে। লন্ডনে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে ১৫ জনের অধিক সাইকেল আরোহীর মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই