‘আরেফিন তুই রাজাকার, এই মুহূর্তে গদি ছাড়’!

‘এক দফা এক দাবি, আরেফিন তুই কবে যাবে। আরেফিন তুই রাজাকার, এই মুহূর্তে গদি ছাড়।’ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের গেটে বাইরে থেকে তালা লাগিয়ে বাইরে থেকে এই স্লোগান দিচ্ছে ছাত্রলীগ।

উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে শুক্রবার রাত ৮টার মধ্যে পদত্যাগের আলটিমেটামও দিয়েছে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় দুপুর থেকেই প্রতিবাদ বিক্ষোভ করছে ছাত্রলীগ। এর আগে উপাচার্যকে ধাওয়া দিয়ে তার গাড়ি ভাঙচুরও করেছে তারা।হামলার সময় ভিসিকে রক্ষা করতে এগিয়ে গেলে ৫ সাংবাদিক আহত হয়।

উপাচার্য এ বিষয়ে দুঃখ প্রকাশ করে রেজিস্ট্রারকে অব্যাহতি দিয়েছেন। এবং জড়িত বাকিদের বিষয়ে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলেও ছাত্রলীগ এখন তার পদত্যাগ দাবি করছে।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অচল থাকবে।’

ঘটনা বিষয়ে উপাচার্য বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের নাম লেখা ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করে বাসায় ফিরছিলাম। এসময় যারা আমার গাড়িতে হামলা করেছে তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।’

ঢাবি প্রতিষ্ঠার ৯৬ বছরে পা দিল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বেশ আনন্দ উৎসব করেই দিবসটি উদযাপন করা হচ্ছিল। কিন্তু গোল বাঁধলো যখন জানা গেল, প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের নাম উল্লেখ থাকার ঘটনাটি সবার নজরে আসে। এতে ক্ষুব্ধ ছাত্রলীগ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগের পর উপাচার্যর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক-এর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।বাংলামেইল



মন্তব্য চালু নেই