আরেকটি নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো

গেল ম্যাচে এস্পানিওলের বিপক্ষে একাই ৫ গোল করে গড়েছিলেন নতুন রেকর্ড। রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে হয়েছিলেন লা লিগায় রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আজ রাতে ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। এই ম্যাচে রোনালদোর সামনে সুযোগ রয়েছে আরো একটি নতুন রেকর্ড গড়ার। গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলে রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যাবেন রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

রিয়ালের হয়ে চার শতাধিক ম্যাচ খেলে রাউল গঞ্জালেস করেছিলেন ৩২৩ গোল। মাত্র দুটি গোল হলেই রাউলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন রোনালদো। আর তিনটি গোল করতে পারলে ছাড়িয়ে যাবেন তাকে। তবে ক্লাবের দাবি রাউলের চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন রোনালদো। কারণ ২০১০ সালে রোনালদোর দেওয়া একটি গোল রেফারির রিপোর্টে পেপের নামের পাশে লেখা হয়েছে।

উল্লেখ্য, গত দুই ম্যাচে রোনালদো করেছেন ৮। গত সপ্তাহে এস্পানিয়লের বিপক্ষে জেতা ম্যাচে একাই ৫ গোল করেন। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দনেৎস্কের বিপক্ষেও হ্যাটট্রিক করেন পর্তুগীজ তারকা। ৮০ গোল করে লিওনেল মেসিকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। ৭৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসি।



মন্তব্য চালু নেই