আরেকটি ইতিহাস গড়লেন বাভুমা

২০১৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে মাঠে নেমেই ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলার কীর্তি গড়েছিলেন কেপ টাউনের এই ক্রিকেটার।

এক বছর পর আরেকটি ইতিহাস গড়লেন বাভুমা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্টে তিন অঙ্ক ছুঁয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন ২৫ বছর বয়সি এই ব্যাটসম্যান।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা আবার ঘরের মাঠেই পেলেন বাভুমা। ব্যক্তিগত ৯৬ থেকে স্টিভেন ফিনের বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে ফেলেন এই ডানহাতি। সেঞ্চুরি পূরণের পরই ব্যাট উঁচিয়ে ধরেন ঘরের মাঠের দর্শকদের দিকে। সেঞ্চুরির সময় তার পরিবারও গ্যালারিতেই ছিল।

১৪৮ বলে ১৬টি চারের সাহায্যে অপরাজিত ১০২ রান করেন বাভুমা। এই ইনিংস খেলার পথে সপ্তম উইকেটে ক্রিস মরিসের (৬৯) সঙ্গে ১৬৭ রানের বিশাল জুটিও গড়েন।



মন্তব্য চালু নেই